বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২০৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে জয়ের পথ অনেকটাই সহজ করে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তখনই রিশাদ হোসেনের বল হাতে দাপট দেখানোর শুরু। তার বোলিং দাপটে একে একে প্যাভিলিয়নে ছয় ক্যারিবিয়ান ব্যাটার।
সীমিত ওভারের সিরিজ খেলতে আজ ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশে পা রেখেই ব্যস্ত হয়ে পড়ার কথা ছিল ক্যারিবীয়দের। আগামীকালই তাদের নামার কথা ছিল মাঠের অনুশীলনে। কিন্তু ভ্রমণ ক্লান্তির কারণে আগামীকালের অনুশীলন বাতিল করেছে দলটি। খেলোয়াড়দের বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।